১৮৮০ সাল থেকে অত্র এলাকা একটা জনবহুল এলাকা হওয়ায় এবং এখানে কোন জুম্মা বা পাঞ্জেগান মসজিদ না থাকায় এলাকার জনগন দরিদ্র হয়ওয়া বিভিন্ন ভাবে চাঁদা উঠিয়ে এই মসজিদ তৈরী করেন প্রথমে পাঞ্জেগানা পরে জুম্মার মসজিদরূপে চালু হয় সন্তোষপুর পুরাতন জামে মসজিদ । এলাকার জনগন গরীব হওয়ায় মসজিদ উন্নত করতে পারে নাই বিধায়া বর্তমান সরকারের সরনাপর্ন হই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস